খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ৩)
আজ
সকাল ১০টায় নাস্তা করেই আমরা একটি ভাড়া করা মাইক্রোবাসে নোয়াখলি ঘুরতে বেড়িয়ে পড়ি।
হাইওয়েতে নামতেই দেখতে পেলাম কাদের যেন মিছিলো হচ্ছে তাই রাস্তায় অনেক জ্যাম।
ড্রাইভার হাইওয়ের পাশ দিয়ে শর্টকাটে গ্রামের আঁকাবাঁকা সুন্দর রাস্তা দিয়ে যেতে
থাকলো। আমরা পৌছালাম বীরশ্রেষ্ঠ রুহুল আমীন জাদুঘরে। ছোট একটি জাদুঘর। তার পাশেই
একটি লাইব্রেরী রয়েছে। তবে আফসোস আজ শনিবার থাকায় জাদুঘরটি বন্ধ। তাই জানালা দিয়ে
একটু উঁকি দিয়ে ভেতরটা দেখে আর বাইরে কিছু সেলফি তুলেই চলে আসতে হলো।