Tuesday, January 16, 2018

খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ৩)




৫ম দিন (৬ জানুয়ারী ২০১৮)

পর্ব - ২ পড়ুন এখানে

আজ সকাল ১০টায় নাস্তা করেই আমরা একটি ভাড়া করা মাইক্রোবাসে নোয়াখলি ঘুরতে বেড়িয়ে পড়ি। হাইওয়েতে নামতেই দেখতে পেলাম কাদের যেন মিছিলো হচ্ছে তাই রাস্তায় অনেক জ্যাম। ড্রাইভার হাইওয়ের পাশ দিয়ে শর্টকাটে গ্রামের আঁকাবাঁকা সুন্দর রাস্তা দিয়ে যেতে থাকলো। আমরা পৌছালাম বীরশ্রেষ্ঠ রুহুল আমীন জাদুঘরে। ছোট একটি জাদুঘর। তার পাশেই একটি লাইব্রেরী রয়েছে। তবে আফসোস আজ শনিবার থাকায় জাদুঘরটি বন্ধ। তাই জানালা দিয়ে একটু উঁকি দিয়ে ভেতরটা দেখে আর বাইরে কিছু সেলফি তুলেই চলে আসতে হলো। 

খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ২)



৩য় দিন (৪ জানুয়ারী ২০১৮)

পর্ব - ১ পড়ুন এখানে

আজ একটু আয়েশ করে সকাল ১০টা পর্যন্ত ঘুমালাম। শীতের সকালের ঘুমের থেকে আরামদায়ক আর কিছু হতে পারে না। এরপর নাস্তা করে আমরা ট্রলারে করে মনপুরা দ্বীপে রওনা দিলাম। নিঝুম দ্বীপের পশ্চিমে অবস্থিত মনপুরা দ্বীপ। এটি বেশ বড় একটি দ্বীপ। মনপুরা দ্বীপে পৌছাতে দুপুর ২.৩০ বেজে গেলো। সেখানে গিয়ে আমরা একটি ছোট দোকানে খাওয়াদাওয়া করলাম। তিনজন বাইক ভাড়া করে নিয়ে পুরো দ্বীপ ঘুরতে বের হলো। আমরা কয়েকজন মনপুরা দ্বীপের বীচের খোজে গেলাম।


খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ১)



Hatiya Moktaria Ghat - Photo from Travellers of Bangkadesh (TOB)


আরো একটি টানা ক্লাস, পরীক্ষা ও প্রজেক্টে ভরপুর ব্যস্ত সেমিস্টার শেষ হলো। বেশ কিছুদিন ছুটি পেলাম। ভাবলাম ক’দিন ঘরে বসেই মুভি দেখে, গল্পের বই পড়ে আর আলসেমী করে কাটিয়ে দিবো। কিন্তু মন যে আর এই শহরেই থাকলে চাইলো না। তাই এবারে প্ল্যান করা হলো নিঝুম দ্বীপ যাওয়ার। ভার্সিটির তিন বন্ধু আমি, জুবায়ের আর সজীব মিলে খুলেছিলাম একটি ফেসবুক গ্রুপ NSU Adventure Club নামের। যারা সেমিস্টার ব্রেকে ট্যুর দিতে চায় তাদের অনেকের মাঝেই একটি কমন সমস্যা দেখা দেয় টাইমিং নিয়ে। কারো ফ্রেন্ড সার্কেল হয়তোবা অন্য ভার্সিটিতে পড়ে তাই সময় মিলে না। আবার অনেক সময় একটি ট্যুরে দুই-তিন জন মানুষ কম গেলে খরচ অনেক বেড়ে যায়। অনেক সময় হতাশ হয়ে ট্যুরই ক্যান্সেল করে দিতে হয়। এই সমস্যা সমাধানেই এই গ্রুপটি খোলা। 

Hi ! I'm Raad. And this my personal blog. Welcome to my blog.