Monday, June 5, 2017

ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর ও কঠিন একটি গেইম LIMBO [গেইম রিভিউ]


শেষ কবে ভিডিও গেইম খেলতে গিয়ে মাথার চুল ছিড়েছেন মনে আছে কি? আজ একটি গেইমের কথা বলবো যেটি খেলতে গিয়ে প্রচুর মাথা খাটাতে হয়। বলছি পাজল-প্লাটফর্মার গেইম লিম্বো (Limbo) এর কথা। এই ২ডি গেইমে আপনাকে নানান সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে। আর গেইম খেলার সময় আটঁকে যাবেন এবং চিন্তা করে সমাধান বের করতে হবে।
 
           


প্লেডেড নামের একটি ইন্ডি গেইম স্টুডিও ২০১০ সালে এক্সবক্স এর জন্য এই লিম্বো গেইমটি বাজারে ছাড়ে। এরপর সেটি পিসি, মোবাইল, প্লেস্টেশনসহ আরো কিছু গেমিং কনসোলে ছাড়া হয়। গেইমটি আপনার এন্ড্রয়েড মোবাইল বা আইফোনেও খেলতে পারবেন। তবে ফ্রিতে নয়।

Hi ! I'm Raad. And this my personal blog. Welcome to my blog.