Thursday, April 12, 2018

চিকেন পক্সের সাথে চিকেনের সম্পর্ক


বেশ কিছুদিন বাসায় সন্ধ্যা হলেই স্ন্যাকস হিসেবে চিকেন খাচ্ছিলাম। আম্মু কোথা থেকে দেশী মুরগীর চিকেন ফ্রাই এনেছিলো। পরদিন আবার আন্টি বাসায় এসেছিলো সিপির স্পাইসি চিকেন নিয়ে। আমারও চিকেন বেশ পছন্দ। তাই ভালোই খাচ্ছিলাম প্রতিদিন চিকেন ফ্রাই। চিকেনের সাথে চিকেন পক্সের কি সম্পর্ক আছে তা জানা নেই। তবে এভাবে হঠাৎ করে যে রোগটা চলে আসবে তা ঠিক বুঝে উঠতে পারিনি।

Hi ! I'm Raad. And this my personal blog. Welcome to my blog.