ঘুরে এলাম বান্দরবন (পর্ব - ১)
সেমিস্টার ব্রেক শুরু হলো। হাতে অল্প কিছুদিন সময়। আগে থেকেই কোথাও যাওয়ার প্ল্যান ছিলো। মাঝে থেকে এক বন্ধু খাগড়াছড়িতে পল্টি মারলো। বাকি সবাই মিলে চটজলদি প্ল্যান করে ফেললাম বান্দরবন যাওয়ার। আমাদের সাথে ছিলো এক চাইনিজ (চাকমা) বন্ধু হেনড্রিক্স। তার ভালো নাম শুভ চাক। সে আগেই চলে গেলো বান্দরবন। আমরা চারজন - আমি, সুফি (তাফসীর), মাঝি (প্রিতম) আর তন্ময় রওনা দিলাম ঢাকা থেকে। রাত ১০টার বাস। সবাই কলেজের বন্ধু।