কলকাতা ভ্রমণ - ৩য় ও শেষ পর্ব
৫ম দিনঅনেক শপিং করা হয়েছে আর নাহ। আমার বন্ধুদের শপিং এখনো বাকি তারা মার্কেটে যাবে আজকেও। আমার আর কিছু কেনার নেই। তাই ঠিক করলাম আজ একা একাই কলকাতা শহর ঘুরে বেড়াবো। একা একা ঘুরাঘুরির মধ্যে এক ধরণের আনন্দ আছে। যখন যেদিকে ইচ্ছে যাওয়া যায়, কারো জন্য অপেক্ষা করতে হয় না। ...