Sunday, August 18, 2019

বাংলাদেশে পাসপোর্ট করবেন যেভাবে


দেশের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য সকলেরই পাসপোর্ট থাকা উচিত। দেশের বাইরে যেতে হলে আপনার পাসপোর্ট তো লাগবেই। আমি অনেকদিন ধরেই করবো করবো করেও পাসপোর্টটা করা হয়ে উঠছিলো না। ছুটি পেলাম কিছুদিনের আর তাই আলসেমি কাটিয়ে পাসপোর্ট করার প্রসেস শুরু করে দিলাম।

এখন পাসপোর্ট করার প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ হয়েছে অনলাইনে ফর্ম পূরণ করা যায় বলে। সহজ হলেও পাসপোর্ট অফিসে আমার বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছিলো। প্রথমদিন বিশাল লাইনে দাড়িয়ে শেষে গিয়ে আমাকে বলা হলো ফর্ম দুই পৃষ্ঠায় প্রিন্ট করে আনার জন্য। ফটোকপি দোকানে দৌড়ে দুই পৃষ্ঠায় করে এনে দেখি জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি আনা হয়নি। পরদিন ভোরে গিয়ে আবার লাইন ধরলাম। দুপুরের মধ্যে সব কাজ করে বাসায় এলাম।