একটা মানুষের ২১-২২ বছরের জীবন কেমন হয়? আমার মনে হয় এই বয়সটা একটা
ভ্যাবাচ্যাকা খাওয়া বয়স। এসময়ই জীবন নিয়ে চিন্তা করার ইচ্ছা হয়। এজন্যই তো এই বয়সে
এসে এই "জীবন কেমন হয়" টপিক নিয়ে লেখার ইচ্ছা হলো। সবার ক্ষেত্রে অবশ্য
একরকম হয় না। তবে অনেক কিছুই কমন থাকে এই বয়সের সবার মধ্যে। আমার ২১-২২ বছর বয়স
কাটছে একটি মধ্যবিত্ত সাধারণ চোখ দিয়ে দেখে।
২১-২২ বছরের এই সময়টাতে একটা মানুষ না থাকে কিশোর, না থাকে যুবক।
বাইরের দেশগুলোতে ১৮ বছর বয়স হলেই সন্তানেরা বাবা-মা থেকে দূরে থাকতে শুরু করে।
সেদেশের ছেলেমেয়েরা ১৮+ হলেই অনেক বেশি ম্যাচিউরড হয়ে যায়।